বেবিবাম্প নিয়েই লালগালিচায় হাজির জেনিফার লরেন্স

বেবিবাম্প নিয়েই লালগালিচায় হাজির জেনিফার লরেন্স

দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। গত মাসে খবরটি প্রকাশের পর থেকেই অভিনেত্রীকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অবশেষে দেখা মিলল ৩৪ বছর বয়সী অভিনেত্রীর। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হ্যামার মিউজিয়ামে হাজির হয়েছিলেন তিনি। উপলক্ষ তথ্যচিত্র ‘ব্রেড অ্যান্ড রোজেস’–এর প্রিমিয়ার। তথ্যচিত্রটির অন্যতম প্রযোজক তিনি। 

ইন্ডিয়া টুডে জানিয়েছে, এদিন লালগালিচায় বেবিবাম্প নিয়ে হাজির হয়েছিলেন লরেন্স। কালো অফ শোল্ডার গাউনে হাজির হওয়ার পর আলোকচিত্রীদের ভিড় ছিল তাকে ঘিরেই।

তালেবান ফেরার পর আফগানিস্তানে নারীদের অবস্থা নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্রটি। সাহরা মানি পরিচালিত তথ্যচিত্রটি লরেন্সের সঙ্গে প্রযোজনা করেছেন জাস্টিন কিয়ারস্কি ও নোবেলজয়ী মালালা ইউসুফজাই। ২২ নভেম্বর অ্যাপল টিভি প্লাসে মুক্তির আগে অল্প কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তথ্যচিত্রটি। ২০২৩ সালে এটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর ব্যাপক প্রশংসিত হয়। গত বছর পিপল ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে লরেন্স জানিয়েছিলেন, তথ্যচিত্রটি প্রযোজনা করতে তিনি ‘বাধ্য’ হয়েছেন।

তালেবান ক্ষমতা গ্রহণের পর দেশটিতে নারীদের সঙ্গে যা হয়েছে, সেটা মানতে পারছিলাম না। এসব খবর পড়তাম আর হতাশায় ডুবে যেতাম। কিছু একটা করতে চাইছিলাম। ‘ব্রেড অ্যান্ড রোজেস’ সে সুযোগ করে দেয়,’ বলেছিলেন লরেন্স।

সাহরা মানি আফগান নির্মাতা। এর আগে তিনি যৌন হয়রানির শিকার দুই নারীকে নিয়ে ‘আ থাউজেন্ড গার্লস লাইক মি’ তথ্যচিত্র বানিয়েছিলেন। সেটা দেখেই লরেন্স ও জাস্টিন কিয়ারস্কি তার সঙ্গে কাজ করতে আগ্রহী হন। তালেবান ক্ষমতা নেওয়ার এক মাস আগেই সাহরা আফগানিস্তান ছেড়েছিলেন। তখনো তিনি জানতেন না যে আর দেশে ফিরতে পারবেন না। ব্রেড অ্যান্ড রোজেস নির্মিত হয়েছে তিন আফগান নারীর গল্প নিয়ে। বেশির ভাগ ফুটেজও তাদের ধারণ করা।

২০২২ সালে ‘কজওয়ে’ সিনেমা দিয়ে প্রযোজনায় নাম লেখান লরেন্স, পরে করেছেন আরও কয়েকটি সিনেমা। অভিনেত্রী জানিয়েছেন, সিনেমার পাশাপাশি নিয়মিতই নানা বিষয়ে তথ্যচিত্র প্রযোজনা করতে চান তিনি।

লরেন্স অভিনীত নতুন সিনেমা ‘ডাই, মাই লাভ’ এখন রয়েছে মুক্তির অপেক্ষায়। ডার্ক কমেডি–হরর ঘরানার এ সিনেমায় আরও আছেন রবার্ট প্যাটিনসন। স্কটিশ নির্মাতা লিন রামজি পরিচালিত এই সিনেমার অন্যতম দুই প্রযোজক জেনিফার লরেন্স ও মার্টিন স্করসেজি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS