টিআইবিতে চাকরির সুযোগ, বেতন ২৯,২৫২ টাকা

টিআইবিতে চাকরির সুযোগ, বেতন ২৯,২৫২ টাকা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ‘এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ফাইন্যান্স’ প্রকল্পের অধীন একজন অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৩০ নভেম্বরের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে এসএসসি/সমমান পরীক্ষায় পাস হতে হবে। তৃতীয় বিভাগ অথবা জিপিএ ২.০–এর কম (এসএসসি) গ্রহণযোগ্য নয়।

অন্যান্য যোগ্যতা

কমপক্ষে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষা পড়তে, লিখতে ও যোগাযোগে সক্ষম হতে হবে। কম্পিউটারে মৌলিক জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে শারীরিকভাবে সুস্থ ও সক্ষম এবং সৎ, কর্মঠ ও বিনয়ী হতে হবে। সময়নিষ্ঠতা, পরিচ্ছন্নতা ও দায়িত্বশীলতা সম্পর্কে সচেতন হতে হবে।

বয়সসীমা

২০ থেকে ৩৫ বছর অগ্রাধিকারযোগ্য।

দায়িত্ব

দাপ্তরিক কাজে সাহায্য করা, (ডিউটি স্টেশন এবং ডেস্ক পরিষ্কার রাখা, বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশন করা, দৈনন্দিন প্রয়োজনীয় ছোট ছোট কেনাকাটা, ফটোকপি করা ও চিঠিপত্র বিলি করা, প্রয়োজন অনুযায়ী ব্যাংকে অর্থ ও চেক জমা/উত্তোলনে সহায়তা করা, যেকোনো প্রাসঙ্গিক কাজ করা এবং সব অফিশিয়াল কর্মসূচিতে লজিস্টিক সাপোর্ট দেওয়া।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীকে জীবনবৃত্তান্তসহ এক কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, পেশাগতভাবে পরিচিত দুজন দায়িত্বশীল ব্যক্তির রেফারেন্স, মুঠোফোন নম্বর ও ই–মেইল উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

কো-অর্ডিনেটর এইচ আর অ্যান্ড ওডি, টিআইবি, মাইডাস সেন্টার (লেভেলস ৪ ও ৫), বাড়ি-০৫, সড়ক- ১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯। আবেদনপত্রের খামের ওপরে স্পষ্ট অক্ষরে ‘অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন’ উল্লেখ করতে হবে।

কর্মস্থল

টিআইবি ঢাকা অফিস (ঢাকার বাইরেও কাজ করার মানসিকতা থাকতে হবে)।

বেতন

সর্বসাকুল্যে মাসিক বেতন ২৯,২৫২ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও গ্রুপ ইনস্যুরেন্স সুবিধা রয়েছে।

আবেদনের শেষ সময়

৩০ নভেম্বর, ২০২৪।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS