News Headline :
অমিতাভ রেজার ক্যামেরায় ‘নগ্ন’ ফটোশ্যুটে প্রিয়তি

অমিতাভ রেজার ক্যামেরায় ‘নগ্ন’ ফটোশ্যুটে প্রিয়তি

মাকসুদা আক্তার প্রিয়তি। তিন শব্দের এই নামটির সঙ্গে অনেক কিছুই জুড়ে নিয়েছেন।২০১৪ সালে ‘মিস আয়ারল্যান্ড’ নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত মডেল, অভিনেত্রী ও পাইলট মাকসুদা আখতার প্রিয়তি। এরপর আন্তর্জাতিক বহু প্রতিযোগিতায় অংশ নিয়ে হয়েছে চ্যাম্পিয়ন।

এসব তথ্য পাঠকের কাছে নতুন না হলেও একটি বিষয় এখনও অনেকের কাছে অজানা থাকতে পারে। তা হলো, তার সাহস। যদিও তিনি বসবাস করছেন বাংলাদেশ ছেড়ে সুদূর আয়ারল্যান্ডে, কিন্তু তাতেই যে তিনি সাহসী হয়ে উঠেছেন এমনটা নয়। অনেক আগে থেকেই তার মনে ছিল কীভাবে বাঙালি হয়েও সাহসী হয়ে ওঠা যায়। হয়তো এই ভাবনা থেকেই আজ তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশের কোটি মানুষের কাছে পরিচিত। শোবিজের অনেকে আইডল।

বর্তমানে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দুর্বার গতিতে তিনি এগিয়ে যাচ্ছেন নানা দেশের ফটোশ্যুটে। আর দেশের বাইরের বিভিন্ন ফটোশুটগুলোর মধ্যে রয়েছে বিকিনি ফটোশুট। এর আগেও বিকিনিতে প্রিয়তি বিভিন্ন ফটোশুট করেছেন। করেছেন নগ্ন হয়ে ফটোশুটও। তার নগ্ন শরীরে পেইন্ট করে ও লাল বিকিনি পরা ছবি দিয়ে বেশ সমালোচিত হয়েছিল।

শনিবার (১৬ নভেম্বর) সামাজিকমাধ্যমে বেশ কয়েকটি নগ্ন ছবি পোস্ট করেছেন প্রিয়তি। তার এই নগ্ন ছবি তুলেছেন আলোচিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী৷ 

ছবিগুলো প্রকাশের পর অনেকেই প্রিয়তির সাহসের প্রশংসা করেছেন। আবার অনেকেই বাংলাদেশি বংশোদ্ভূত হয়ে এমন ছবি তোলা ও প্রকাশের সমালোচনাও করছেন। আবার কেউ কেউ ফটোগ্রাফারের ধৈর্য নিয়েও প্রশ্ন তুলেছেন।

এদিকে, চলতি বছর তৃতীয় সন্তানের মা হয়েছেন প্রিয়তি। গেল ২৩ আগস্ট আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের একটি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। ওই সময় ফেসবুকে তিন ছেলে-মেয়ের ছবি প্রকাশ করে প্রিয়তি লেখেন, পরিচিত হয়ে নেওয়া যাক আমাদের পরিবারের নতুন সদস্য, আলিফ আবরাজ ও মৌনীরা মীমের ছোট্ট বোন লাভিশা লামের সঙ্গে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS