‘স্লোগান নাহিদের বিরুদ্ধে দেওয়া হয়নি, স্বৈরাচারের দালালরা ভুল প্রচার চালাচ্ছে’

‘স্লোগান নাহিদের বিরুদ্ধে দেওয়া হয়নি, স্বৈরাচারের দালালরা ভুল প্রচার চালাচ্ছে’

সচিবালয়ের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থান থেকে একটি স্লোগান নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। একটি মহল প্রচারণা চালাচ্ছে, উপদেষ্টা নাহিদ ইসলামের সামনে ‘সব —রা বাটপার, আর্মি হবে ঠিকাদার’ শীর্ষক স্লোগানটি দেওয়া হয়।

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, মূলত দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগানটি দেওয়া হয়েছিল। এটি কোনোভাবেই উপদেষ্টা নাহিদ ইসলাম কিংবা অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে দেওয়া হয়নি। স্বৈরাচারের দালালরা এটির ভুল প্রচার চালাচ্ছে।

বুধবার (১৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে আন্দোলনের সংগঠক রাকিব হাসান বলেন, ‘স্লোগানটি ছিল মূলত ফ্যাসিবাদ আমলে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে। বিগত ছয় বছরে তারা দ্বিতীয় ক্যাম্পাসের জমি অধিগ্রহণ করতে পারেনি। প্রকল্পের মেয়েদ চারবার বৃদ্ধি করেও কাজ শেষ করতে পারেনি, বরং তারা নিজেদের পকেট ভারি করাসহ রীতিমতো পুকুর চুরির ঘটনা ঘটিয়েছে। স্লোগানটি তাদের উদ্দেশ্যেই। কোনোভাবেই উপদেষ্টা নাহিদকে কিংবা অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করা হয়নি। ’

তিনি বলেন, ‘দুঃখের বিষয় হলো পতিত স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা এটা নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তাদের স্পষ্টভাবে বলতে চাই, আপনারা আমাদের ঐক্যে ফাটল ধরাতে পারবেন না। আমরা দেশের স্বার্থে স্বৈরাচার দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো। ’

আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান বলেন, ‘ফেসবুকের কিছু পেজে বিষয়টি ভুলভাবে প্রচার করা হচ্ছে। মূলত স্বৈরাচারের দালালরাই এটিকে ভুলভাবে ব্যাখ্যা করছে। ’

এর আগে গত সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ের সামনে আবাসন সংকট সমাধানের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা পাঁচ দাবিতে আন্দোলন করেন। সেখানে উপদেষ্টা নাহিদ ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে ওই স্লোগানটিসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে।

এদিকে সেই ভিডিও ছড়ানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা নাহিদকে সমর্থন করে প্রচারণা দেখা গেছে। হ্যাশট্যাগে শিক্ষার্থীদের ‘উই আর নাহিদ’ পোস্ট দিতে দেখা যাচ্ছে ফেসবুকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS