আইজিপি ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন

আইজিপি ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন

যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে শনিবার (৯ নভেম্বর) রাতে দেশে ফিরেছেন পুলিশ প্রধান মো. ময়নুল ইসলাম।

আইজিপি সম্মেলনে অংশগ্রহণের পাশপাশি জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, চীন, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক, কাতার এবং ইন্টারপোলের এইচআরএম বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এছাড়া এ সময় অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সঙ্গে বাংলাদেশ পুলিশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পুলিশ প্রধান ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের আমন্ত্রণে গত ৭ নভেম্বর যুক্তরাজ্যের বার্মিংহামের টালি হো পুলিশ ট্রেনিং কলেজ পরিদর্শন করেন। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

আইজিপি টালি হো পৌঁছালে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের চিফ কনস্টেবল ক্রেইগ গিল্ডফোর্ড এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার, পুলিশ ক্রাইম কমিশনার সাইমন ফস্টার উপস্থিত ছিলেন।

তিনি সেখানে টেনিস কোর্ট এলাকায় এক প্যারেড অনুষ্ঠান দেখেন এবং উপস্থিত পুলিশ প্রশিক্ষণার্থীদের পরিদর্শন করেন। এ প্যারেডে উপস্থিত ছিলেন চিফ কনস্টেবল ক্রেইগ গিল্ডফোর্ড, পুলিশ ক্রাইম কমিশনার সাইমন ফস্টার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এ সময় বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের বিভিন্ন নেতৃস্থানীয় কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা, মহিলা পুলিশের সভাপতি সুপারিনটেনডেন্ট এমা স্পেন্স, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি জাস পাহিল, আন্তর্জাতিক পুলিশ অ্যাসোসিয়েশনের অ্যাশ আলমকুইস্ট, প্রধান চ্যাপলিন খাদিজা সুলেমান এবং অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে চার দিনব্যাপী (৪-৭ নভেম্বর) ইন্টারপোল সম্মেলন যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS