হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ও ফির ওপর মূসক অব্যাহতি

হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ও ফির ওপর মূসক অব্যাহতি

আগামী বছরের হজযাত্রীদের বিমান টিকিটের ওপর থেকে আবগারি সম্পূর্ণ প্রত্যাহার করেছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি যাত্রীর এম্বারকেশন ফি, নিরাপত্তা ফি এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফির ওপর থেকে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, হজের ব্যয়ের একটি বড় অংশ বিমান ভাড়া। টিকিটের ওপর প্রযোজ্য শুল্ক ও ফি ও মূসক কমানো বা অব্যাহতি দেওয়ায় হজ পালন সাশ্রয়ী হবে। বর্তমানে সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর যাওয়া ও আসায় মিলিয়ে চার হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়।

গত বুধবার আগামী বছর যারা সরকারিভাবে হজে যেতে চান, তাদের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাধারণ প্যাকেজ-১ এর সর্বনিম্ন খরচ ধরা হয়েছে চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। মক্কা থেকে তিন কিলোমিটার দূরে আজিজিয়ায় বাড়ি ভাড়া করে সেখানে রাখা হবে হজ যাত্রীদের। এ প্যাকেজের বাইরে এবার যাত্রীদের ৪০ হাজার টাকা আলাদা নিতে হবে।

যারা সাধারণ প্যাকেজ-২ নেবেন, তাদের দিতে হবে সর্বনিম্ন পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। গত বছর সাধারণ প্যাকেজে পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হয়েছিল। খাবারের টাকাও প্যাকেজে ধরা ছিল।

গত বছর হজে যেতে একটি স্পেশাল প্যাকেজ ছিল, সেটি এবার রাখা হয়নি। তবে অতিরিক্ত অর্থ দিয়ে মক্কা ও মদিনার বাড়ি বা হোটেলে দুই, তিন ও চার সিটের রুম এবং শর্ট প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS