টিএসসিতে হাসিনা-কাদের-ইনু-মেননের প্রতীকী ফাঁসি

টিএসসিতে হাসিনা-কাদের-ইনু-মেননের প্রতীকী ফাঁসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ‘ফ্যাসিবাদী’ দলের নেতাদের প্রতীকী ফাঁসি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।  

সোমবার (৪ নভেম্বর) দুপুর ২টায় টিএসসির পায়রা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

সরেজমিনে দেখা যায়, টিএসসিতে একটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে পরপর পাঁচটি কুশপুতুলে পাঁচজনের ছবি দিয়ে প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।  

ফাঁসির মঞ্চের পর্দা উন্মোচন শেষে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আওয়ামী লীগ যেকোনো প্রক্রিয়ায় পুনরায় ফিরে আসতে চাইছে। যারা গণহত্যা করেছে, গুম-খুন করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে। তাদের মধ্যে যারা এমপি-মন্ত্রী হয়েছে, তাদের বিচার করতে হবে।  

তিনি আরও বলেন, আমলাতান্ত্রিক, ব্যবসায়িক, আইনি- সব অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোসরদের সমূলে উৎপাটন করতে হবে। ২৪ এর গণ-আন্দোলনে ছাত্র-জনতা হাত, পা, চোখ হারিয়েছে। মা-বাবা, ভাই-বোন, স্বামী-সন্তান হারিয়েছে। তারা কোনোদিন ফিরে আসবে না। তাহলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি কীভাবে ফিরে আসবে? আমরা গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বেইমানি করতে পারি না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS