ট্রাম্পের আগাম জয়ের দাবি ঠেকাতে হ্যারিসের শিবির প্রস্তুত

ট্রাম্পের আগাম জয়ের দাবি ঠেকাতে হ্যারিসের শিবির প্রস্তুত

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যদি এ বছরও আগাম জয় দাবি করেন, সেটি প্রতিহত করার কৌশল সাজাচ্ছে ডেমোক্র্যাটরা। এ দলের প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী দল ও পার্টির কর্মকর্তারা জানিয়েছেন তারা ভোটের সঠিক গণনা নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছেন।

একটি মার্কিন বার্তা সংস্থাকে দেওয়া বার্তায় এমন কথা জানান ডেমোক্র্যাটরা।

এর আগে গত সপ্তাহে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি আশাবাদী যে, ভোটের দিনই (মঙ্গলবার) নিজের জয় ঘোষণা করতে পারবেন। তবে নির্বাচন বিশেষজ্ঞদের মতে, চূড়ান্ত ফলাফল পেতে কয়েক দিন সময় লাগতে পারে, বিশেষত যদি প্রধান কিছু অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার দাবি ওঠে।

এবারের প্রায় সব জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। সাধারণত যুক্তরাষ্ট্রের বড় সংবাদমাধ্যমগুলো নির্বাচনে বিজয়ীর নাম ঘোষণা করে, যারা নির্বাচনী কর্মকর্তাদের সরবরাহ করা ভোটের তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেয়। তবে অতীতে প্রার্থীরা আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই নিজেদের বিজয়ী ঘোষণা করে দেওয়ার উদাহরণও রয়েছে।

এ বিষয়ে এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কমলা হ্যারিস বলেন, আমরা প্রস্তুত আছি, যদি ট্রাম্প আগাম জয় দাবি করেন এবং গণমাধ্যমকে প্রভাবিত করার চেষ্টা করেন, তবে আমরা মার্কিন জনগণের মতামতের জন্য লড়াই করবো।

কমলা সরাসরি প্রস্তুতি সম্পর্কে বিশদ কিছু না বললেও, ডেমোক্র্যাট দলের ও তার নির্বাচনী শিবিরের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প যদি আগাম জয় ঘোষণা করেন, তবে তাদের লড়াই হবে প্রথমেই জনমতের আদালতে। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সঠিক ভোট গণনার দাবি জানাতে জোরালো প্রচারণা চালাবেন।

কমলার শিবিরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তাদের বিশ্বাস, ট্রাম্প ভোটের রাতেই জয় ঘোষণা করবেন। যদিও তখনও সব ভোট গণনা সম্পূর্ণ হবে না। তিনি বলেন, তিনি আগেও এটি করেছেন এবং ব্যর্থ হয়েছেন; এবারও করলে ব্যর্থ হবেন।

২০২০ সালের নির্বাচনে ভোটের পরদিন সকালেই নিজের জয় ঘোষণা করেছিলেন ট্রাম্প, যদিও প্রথম ফলাফল ঘোষণা হতে তিন দিন লেগেছিল এবং তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন বিজয়ী হন। ট্রাম্প সেই পরাজয় মেনে না নিয়ে এখনো দাবি করেন যে, ভোট কারচুপি করে তাকে হারানো হয়েছিল।

ডেমোক্র্যাটদের মতে, এবার এমন পরিস্থিতিতে যেন সব ভোট গণনার আগে কোনো আগাম ঘোষণা না হয়, তা নিশ্চিত করতে তারা মাঠে তৎপর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS