পাকিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৮

পাকিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৮

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কালাত জেলায় একটি হাইস্কুলের কাছে এক বিস্ফোরণের ঘটনায় ৫ শিশুসহ ৮ জন নিহত হয়েছে।  

আজ শুক্রবার (১ নভেম্বর) সকালে কালাত জেলার মাস্তুং এলাকার মাস্তুং সিভিল হাসপাতালের কাছে সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণ ঘটা স্থান থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথ দূরত্বে একটি বালিকা উচ্চবিদ্যালয় রয়েছে।

এক প্রতিবেদনে জানিয়েছে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বাগতি ডনকে বাজাই বলেন, ‘এ পর্যন্ত পাঁচ স্কুল শিক্ষার্থীসহ আটজন নিহত হয়েছে এবং ২৯ জন আহত হয়েছে। ’

এ ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি।  

কালাত জেলা প্রশাসক নাইম বাজাই বলেছেন, পুলিশের একটি টহল গাড়ির কাছে মোটরসাইকেলে যুক্ত থাকা একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ করা হয়েছে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জনই শিশু। এক পুলিশ সদস্যও রয়েছেন নিহতদের মধ্যে। এ ছাড়া আরও ১৭ জন আহত হয়েছে।

আহত ব্যক্তিদের মধ্যে চারজন পুলিশ সদস্য বলে জানিয়েছেন মাস্তুং এলাকার পুলিশের কর্মকর্তা মিয়াঁদাদ উমরানি।

ডনকে তিনি বলেন, বিস্ফোরণে নিহত শিশুদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে। বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি এবং কয়েকটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS