সাবেক তিন সচিব ও এক পুলিশ কর্মকর্তাকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাঁদের এই নিয়োগের কথা জানানো হয়।
পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পাওয়া সাবেক তিন সচিব হলেন ভূমি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, স্থানীয় সরকার বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দিন আহমদ এবং সাবেক খাদ্যসচিব মোছাম্মৎ নাজমানারা খানুম। আর পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পাওয়া সাবেক পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত মহাপরিদর্শক মোহা. শফিকুল ইসলাম। তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনারের দায়িত্বে ছিলেন।
সংবিধান অনুসারে নতুন সদস্যদের মেয়াদ হবে দায়িত্ব গ্রহণ থেকে পাঁচ বছর। তবে বয়স ৬৫ বছর হলে এই মেয়াদও শেষ হবে।
পিএসসিতে বর্তমানে ১২ জন সদস্য আছেন। নতুন ৪ জন নিয়ে এই সংখ্যা দাঁড়াল ১৬। পিএসসির নতুন আইন অনুযায়ী সংস্থাটিতে সর্বাধিক ২০ সদস্য নিয়োগ দেওয়া যাবে।