শাকিলের দারুণ সেঞ্চুরির পর ইংল্যান্ডকে চাপে রাখলেন নোমান

শাকিলের দারুণ সেঞ্চুরির পর ইংল্যান্ডকে চাপে রাখলেন নোমান

সাজিদ খানের দারুণ বোলিংয়ে আগের দিন অল্প রানেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেয় পাকিস্তান। দ্বিতীয় দিনে ব্যাট হাতে দলটির হয়ে লড়েছেন সৌদ শাকিল।বাকিদের আশা যাওয়ার মাঝে একাই লড়েছেন তিনি। তুলে নিয়েছেন সেঞ্চুরিও। পরে বোলিংয়ে এসে ইংলিশদের তিন উইকেট তুলে নিয়ে দিন শেষ করে স্বাগতিকরা।  

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন ২৪ রানে ৩ উইকেট হারিয়ে শেষ করেছে ইংল্যান্ড। আগের ইনিংসে ২৬৭ রান করার জবাবে পাকিস্তান ৩৪৪ রানে গুটিয়ে যায়। ফলে এখনও ৫৩ রানে পিছিয়ে আছে সফরকারীরা।  

শান মাসুদ ও সৌদি শাকিলের জুটিতে দিন শুরু হয় পাকিস্তানের। কিন্তু তাদের ৫৩ রানের জুটি ভেঙে দেন শোয়েব বশির। তার বলে ওলি পোপের হাতে ক্যাচ তুলে ৭০ বলে ২৬ রান করে বিদায় নেন মাসুদ। এরপর ৩ রান করে অ্যাটকিনসনের বলে বোল্ড হন কামরান গুলাম। বাকিরাও দ্রুত উইকেট হারাতে থাকে।  

একপ্রান্ত সামলে যখন শাকিল লড়ে যাচ্ছিলেন। অপরপ্রান্তে তাকে সঙ্গ দিতে এসে থিতু হতে পারছিলেন না কেউ। রেহান আহমেদের দারুণ বোলিংয়ে ২৫ রানে এলবিডব্লিউ হন রিজওয়ান। সালমান আঘা এসে ১ রানের বেশি করতে পারেননি। পরে এই স্পিনার বিদায় করেন আমের জামালকেও।

বাকি সময়টা বাজিমাত করেন শাকিল। ৯২ বলে ফিফটি পূর্ণ করা এই ব্যাটার শতক স্পর্শ করেন ১৮১ বলে। নোমানকে সঙ্গে নিয়ে স্কোর বাড়াতে থাকেন তিনি। তবে এই জুটি ভাঙেন বশির। নোমান বিদায় নেন ৮৪ বলে ৪৫ রান করে। এরপর আর বেশিক্ষণ টেকেননি লড়াই করা শাকিল। অ্যাটকিনসনের বল ক্যাচ দিয়ে ফেরেন তিনি। যাওয়ার আগে খেলে যান ২২৩ বলে ১৩৪ রানের এক দারুণ ইনিংস।  

শেষদিকে লড়েন সাজিদ খান। আগ্রাসী ব্যাটিংয়ে ৪৮ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। ইংল্যান্ডের হয়ে দারুণ বোলিং করেন আট মাস পর খেলা রেহান। ৬৬ রান খরচায় তিনি নেন ৪ উইকেট। ৩ উইকেট নেন বশির। দুটি উইকেট পান অ্যাটকিনসন। আর একটি পান জ্যাক লিচ।

দিনের শেষ দিকে এসে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে ইংলিশরা। শুরুতেই বেন ডাকেট বিদায় নেন সাজিদের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে। এরপর নোমানের শিকার হন জ্যাক ক্রলি। একই বোলারের শিকার হন ওলি পোপও। পরে আলোকস্বল্পতার কারণে আগেই দিন ঘোষণা করে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS