টেস্টে ৯ হাজারি ক্লাবে কোহলি

টেস্টে ৯ হাজারি ক্লাবে কোহলি

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে বিদায় নেন শূন্য রানে। কিন্তু দ্বিতীয় ইনিংস ফিফটিতে রাঙালেন বিরাট কোহলি।সঙ্গে পৌঁছালেন মাইলফলকে। ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে ৯ হাজার টেস্ট রানের ক্লাবে প্রবেশ করলেন তিনি।  

ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম আজ নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫৩ রান যখন পূর্ণ করেন তখন এই মাইলফলকে পৌঁছান কোহলি। দেশের চতুর্থ ব্যাটার হিসেবে ৯ হাজার রানের যাত্রায় কোহলি খেলেন ১১৬ ম্যাচের ১৯৭ ইনিংস। এই তালিকায় সবার ওপরে থাকা শচিন টেন্ডুলকারের রান সংখ্যা ১৫ হাজার ৯২১। দুইয়ে থাকা রাহুল দ্রাবিড় সংগ্রহ করেন ১৩ হাজার ২৮৮ রান। ১০ হাজার ১২২ রান নিয়ে তালিকার তিনে আছেন সুনীল গাভাস্কার।  

দ্বিতীয় ইনিংসে কোহলি ৭০ বলে ফিফটির দেখা পান। দিনের শেষ পর্যন্ত টিকে থাকেন তিনি। সরফরাজ খানের সঙ্গে গড়েন ১৩৬ রানের জুটি। কিন্তু শেষদিকে এসে গ্লেন ফিলিপসের শিকার হন। স্টাম্পের পেছনে টম ব্লান্ডেলের হাতে ক্যাচ তুলে দিয়ে ১০২ বলে ৭০ রান করে ফেরেন সাজঘরে।  

ব্যাঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে ৪৬ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে ৩ উইকেটে ২৩১ রান। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৪০২ রানের জবাবে নেমে তারা এখনও পিছিয়ে আছে ১২৫ রানে। ৭৮ বলে ৭০ রানের ইনিংসে অপরাজিত আছেন সরফরাজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS