গাজায় ইসরায়েলি হামলায় ‘ক্ষেপণাস্ত্র কমান্ডার’ নিহত

গাজায় ইসরায়েলি হামলায় ‘ক্ষেপণাস্ত্র কমান্ডার’ নিহত

গাজা উপত্যকায় একটি অ্যাপার্টমেন্টে আজ ভোরবেলা ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) শীর্ষস্থানীয় কমান্ডারসহ কয়েকজন নিহত হয়েছে।

বিবিসি জানায়, দক্ষিণে খান ইউনিসের কাছে হামাদ আবাসিক শহরের একটি ভবনের পঞ্চম তলায় একটি অ্যাপার্টমেন্টে একটি যুদ্ধবিমান হামলা চালায়।

পিআইজে এর সশস্ত্র শাখা জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রধান আলি হাসান গালি ওরফে আবু মুহাম্মদ বৃহস্পতিবার সকালের হামলায় মারা গিয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে, তারা গালিকে লক্ষ্যবস্তু করেছিল। ইসরায়েলের ধারণা, তাদের বিরুদ্ধে সাম্প্রতিক রকেট হামলার জন্য দায়ী আলি হাসান গালি।

বুধবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি।

নেতানিয়াহু কথা বলার কয়েক ঘণ্টা আগে ইজিপ্টের মিডিয়া জানিয়েছে, মিশর একটি যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে, তবে উভয় পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন কিছু জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS