এই শতাব্দির প্রথম দশকে ব্লগিং ওয়েবসাইট ডুসে মাতৃত্বের উত্থান-পতন নিয়ে তথ্য প্রদান করে সাফল্য অর্জনকারী ৪৭ বছর বয়সী হিদার আর্মস্ট্রং আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বিবিসি জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে তার প্রেমিক পিট অ্যাশডাউন আর্মস্ট্রং এর বাড়িতে তাকে মৃত অবস্থায় খুঁজে পেয়েছেন। তিনি জানান, আত্মহত্যা করেছেন হিদার আর্মস্ট্রং। মাতৃত্ব ব্লগিংয়ের ‘রানী’ হিসেবে পরিচিত ছিলেন তিনি।
হিদার তার সন্তান, সম্পর্ক এবং ব্যক্তিগত সংগ্রাম সম্পর্কে প্রায়ই লেখালেখি করতেন। তার জনপ্রিয়তার কারণে ২০০৯ সালে ব্লগিং সাইট ডুস এক মাসে আট মিলিয়নেরও বেশি দর্শক পেয়েছে। একই বছর হিদার আর্মস্ট্রং ফোর্বসের, মিডিয়ার ৩০ জন প্রভাবশালী নারীর তালিকায় নাম লেখান।
দীর্ঘদিন ধরেই আর্মস্ট্রং বিষণ্নতায় ভুগছিলেন। তার সন্তানদের মনোভাব, তার মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ, মদ্যপান এবং প্রসবোত্তর বিষণ্নতার সাথে তার সংগ্রামের বিস্তারিত বর্ণনা তিনি তার বিভিন্ন লেখায় তুলে ধরেছেন।