ইমরান খানকে অবিলম্বে মুক্তির নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের

ইমরান খানকে অবিলম্বে মুক্তির নির্দেশ পাকিস্তান সুপ্রিম কোর্টের

ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করেছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। আদালত ইমরান খানকে অবিলম্বে মুক্তির আদেশ দিয়েছে।

ইমরান খানের আইনজীবীরা সুপ্রিম কোর্টে তার গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানানোর পর সুপ্রিম কোর্ট এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দেয়। তার আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, মঙ্গলবার ইসলামাবাদের আদালত প্রাঙ্গণ থেকে তাকে বেআইনিভাবে আটক করা হয়েছে।

শুনানির পর আদালত ইমরান খানের গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে তাকে অবিলম্বে মুক্তির আদেশ দিয়েছে।

মঙ্গলবার দুর্নীতিবিরোধী সংস্থা, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)’র করা একটি মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেপ্তার দেশজুড়ে সহিংস বিক্ষোভের সূত্রপাত করেছে।

আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে সেনাবাহিনী তলব করেছে সরকার। জরুরি অবস্থা উপেক্ষা করে বিভিন্ন শহরে বিক্ষোভ করছেন ইমরান সমর্থকেরা।

ইমরান খানকে গ্রেপ্তারের পর থেকে দেশজুড়ে সহিংস বিক্ষোভে কমপক্ষে ১০ জন নিহত এবং ২০০০ জনকে গ্রেপ্তার হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS