বাজেটে সরকারি চাকরিজীবীদের জন‍্য মহার্ঘ‍্যভাতার ঘোষণা থাকছে না

বাজেটে সরকারি চাকরিজীবীদের জন‍্য মহার্ঘ‍্যভাতার ঘোষণা থাকছে না

আসন্ন ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন‍্য মহার্ঘ‍্যভাতার ঘোষণা থাকছে না। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রণালয় থেকে মহার্ঘ‍্যভাতা দেওয়ার কোন প্রস্তাব তুলে ধরা হয়নি।

জানা যায়: মহার্ঘ‍্যভাতা দেওয়া কিংবা না দেওয়া সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। এ বিষয়ে প্রস্তাবও রাজনৈতিক পর্যায় থেকে প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করতে হয়। সভায় অর্থমন্ত্রী মহার্ঘ‍্যভাতার কোন প্রস্তাব উপস্থাপন করেননি।

এর আগে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্রে বলা হয়েছিলো: নতুন পে-স্কেলের প্রত্যাশায় থাকা সরকারি চাকরিজীবীরা পে-স্কেলের বদলে আগামী অর্থবছরে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত মহার্ঘভাতা পেতে পারেন।

চলমান মূল্যস্ফীতির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়াকে বিবেচনায় নিয়ে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিশেষ এ ভাতার জন্য প্রস্তাব তৈরি করে অর্থ মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS