ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন শান্ত

ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন শান্ত

পাকিস্তানকে তাদের ঘরের মাঠে ধবলধোলাই করে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু সেখানে গিয়ে মুদ্রার উল্টোপিঠ দেখলো তারা।রোহিত-কোহলিদের কাছে বেশ শোচনীয়ভাবে হারলো শান্তবাহিনী। পেতে হলো ধবলধোলাইয়ের লজ্জাও।  

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই টেস্টের সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হারে ২৮০ রানে। এরপর কানপুরে আড়াই দিন বৃষ্টি ভেসে যাওয়ায় ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা জাগে। কিন্তু ভারত রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশকে। ‘বাজবল’ ক্রিকেট খেলে আড়াই দিনেরও কম সময়ে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে তারা।  

দলের এমন খারাপ ফলাফলের পেছনে ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘দুই টেস্টেই আমাদের ব্যাটিং ভালো হয়নি। এমন পরিস্থিতিতে আমাদের আরও ভালো ব্যাটিং করতে হবে। আমরা ৩০-৪০ বল খেলে আউট হয়ে গিয়েছি। টেস্ট ম্যাচে বড় রান করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। অশ্বিন ও জাদেজা (চেন্নাই টেস্টে) যেভাবে ব্যাট করেছিল। ওই জুটিটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ‘

চতুর্থ দিনে ঝড়ের গতিতে রান তুলে শেষ সেশনে ৫২ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেছিল ভারত। টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করেছে তারা। মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৫ রান তুলে বাংলাদেশকে ফের ব্যাটিংয়ে পাঠায় ভারত। ভারতীয় ওপেনার যশস্বী জয়সোয়াল ৫১ বলে করেন ৭২ রান। এছাড়া লোকেশ রাহুল ৪৩ বলে ৬৮ রান ও কোহলি ৩৫ বলে ৪৭ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ রান খরচ করেছেন ওভারপিছু ১০-এর বেশি করে। স্পিনাররাও রান খরচ করেছেন ওয়ানডের গতিতে। শেষদিকে সাকিব ও মিরাজ ৪টি করে উইকেট নিলে ভারতের লিড বড় হয়নি।

এ নিয়ে শান্ত বলেন, ‘বোলিং ইউনিট হিসেবে কীভাবে সেই উইকেটগুলো নিতে পারি সেটা দেখতে হবে। ‘

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৩৩ রান তুলতে পারে বাংলাদেশ। এর মধ্যে একাই সেঞ্চুরি করেন মুমিনুল হক। ব্যাটিং ধসের মধ্যেই তার এমন অনবদ্য ব্যাটিংয়ে দুইশ পার করে বাংলাদেশ। ১৫ মাস পর পাওয়া মুমিনুলের টেস্ট সেঞ্চুরির প্রশংসায় শান্ত বলেন, ‘এই টেস্টে মুমিনুল যেভাবে ব্যাটিং করেছেন তা দলকে এগিয়ে যেতে সাহায্য করবে। বোলিংয়ে মিরাজ ভাই দুই ইনিংসেই (৬ উইকেট) ভালো করেছেন। ‘

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS