প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১০ম গ্রেডের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১০ম গ্রেডের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১০ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী, এস্টিমেটর ও ড্রাফটসম্যান পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে।

সরকারি কর্ম কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তিন পদের লিখিত পরীক্ষা ৩০ মে অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিন পদে মোট পরীক্ষার্থী ১ হাজার ৪৯৮ জন। এর মধ্যে উপসহকারী প্রকৌশলী পদে ৪৪৮ জন, এস্টিমেটর পদে ৬৪৪ জন ও ড্রাফটসম্যান পদে পরীক্ষার্থী ৪০৬ জন। লিখিত পরীক্ষার বিস্তারিত সূচি এই লিংকে দেখা যাবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১০ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী, এস্টিমেটর ও ড্রাফটসম্যান পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে।

সরকারি কর্ম কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তিন পদের লিখিত পরীক্ষা ৩০ মে অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিন পদে মোট পরীক্ষার্থী ১ হাজার ৪৯৮ জন। এর মধ্যে উপসহকারী প্রকৌশলী পদে ৪৪৮ জন, এস্টিমেটর পদে ৬৪৪ জন ও ড্রাফটসম্যান পদে পরীক্ষার্থী ৪০৬ জন। লিখিত পরীক্ষার বিস্তারিত সূচি এই লিংকে দেখা যাবে।

সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। প্রার্থীদের পরীক্ষার হলে চারটি বিষয়ের জন্য চারটি পৃথক পৃথক উত্তরপত্র দেওয়া হবে। একই উত্তরপত্রে একাধিক বিষয়ের উত্তর দিলে উত্তরপত্র বাতিল হবে। প্রার্থী কেবল উত্তরপত্রের প্রথম অংশের প্রয়োজনীয় ঘরগুলো পূরণ করবেন। উত্তরপত্রের দ্বিতীয় ও তৃতীয় অংশে কোনো কিছু লিখবেন না, লিখলে উত্তরপত্র বাতিল হবে।

প্রার্থীদের বাংলা ৪০, ইংরেজি ৪০, সাধারণ জ্ঞান ৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল ৮০ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের ৪ ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS