ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করে শাস্তির মুখে রাজীব

ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করে শাস্তির মুখে রাজীব

হাঙ্গেরির বুদাপেস্টে চলছে বিশ্ব দাবা অলিম্পিয়াড। যেখানে আজ ১০ রাউন্ডের উন্মুক্ত বিভাগে ইসরাইলের বিপক্ষে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশি দাবাড়ু এনামুল হোসেন রাজীবের।তবে ফিলিস্তিনে হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ তিনি ইসরাইলের বিপক্ষে ম্যাচ বয়কট করেন। আগের দিনই ফেসবুকে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার। ম্যাচ বয়কট করার ফলে শাস্তির মুখে রয়েছেন রাজীব।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু ম্যাচে বাংলাদেশের বাকি বোর্ড খেলছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, ফিদে মাস্টার মনন রেজা ও তাহসিন তাজওয়ার জিয়া। ইসরায়েলের বিপক্ষে এভাবে না খেলার ঘোষণা দেওয়ায় গ্র্যান্ডমাস্টার রাজীবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম।  

গণমাধ্যমকে তিনি বলেন, ‘রাজীব খেলবে না ঘোষণার পর আমরা ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের সঙ্গে যোগাযোগ করেছি। সচিব আমাদের জানিয়েছেন, ইসরায়েল এই টুর্নামেন্টে খেলছে জেনেই সরকার বাংলাদেশ দাবা দলকে জিও (সরকারি আদেশ) দিয়েছে। খেলোয়াড়রা জানতেন ইসরায়েল এই টুর্নামেন্টে খেলছে। কোনো খেলোয়াড় ইসরায়েলের বিপক্ষে খেলতে না চাইলে তিনি আগে বলেননি কেন? সচিব আমাদের বলেছেন, কেউ না খেললে আমরা যেন দেশে ফিরে রিপোর্ট দিই জাতীয় ক্রীড়া পরিষদের কাছে। ক্রীড়া পরিষদ ব্যবস্থা নেবে। ’

রাজীবের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, ‘এভাবে একজন খেলোয়াড় কোনো একটি দেশের বিরুদ্ধে না খেলার অবস্থান নিতে পারে না। ম্যাচের দিন সকাল ১০টার মধ্যে ৫ জনের মধ্যে ৪ জনের নামের তালিকা জমা দিতে হয়। সে অনুযায়ী আমরা রাজীবসহ চারজনের নাম জমা দিই। জমা দেওয়ার পর নাম আর প্রত্যাহার করা যায় না। ফলে রাজীব না খেলায় কিছু করার নেই। তার বোর্ডে আমাদের কেউ থাকছে না। ইসরায়েল ওয়াকওভার পাবে। ’

তবে আগের দিন রাতেই দলীয় অধিনায়ককে (মাসুদুর রহমান) না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন রাজীব। তারপরও কেন তাঁর নাম দেওয়া হলো, সেই প্রশ্ন তুলেছেন রাজীব, ‘পাঁচজনের মধ্যে নিয়াজ ভাই (নিয়াজ মোরশেদ) ও নীড়ও (মনন রেজা) ইসরায়েলের বিপক্ষে খেলতে চাইছিল না। কিন্তু চারজনের নাম তো দিতে হবে। তাই আমার নাম দিয়েছে। কিন্তু আগেই জানানোর পরও কেন আমার নাম দেওয়া হলো? আমি তো আমার অবস্থান আগেই জানিয়ে দিয়েছি। ’

নিজেরে না খেলার পক্ষে যুক্তি দিয়ে রাজীব বলেন, ‘ইউক্রেনে হামলার কারণে রাশিয়া ও বেলারুশকে দাবা অলিম্পিয়াডে খেলতে দেওয়া হচ্ছে না। এমনকি নিজ দেশের পতাকা নিয়ে দেশ দুটির দাবাড়ুদের বিশ্ব আসরে খেলার সুযোগ নেই। ফিদে তাদের নিষিদ্ধ করে রেখেছে। ইসরায়েল নির্বিচার ফিলিস্তিনিদের হত্যা করছে। এর প্রতিবাদেই আমি ইসরায়েলের বিপক্ষে খেলছি না। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS