সেট ব্যাটারদের আউট হওয়া নিয়ে চিন্তিত বাংলাদেশের ব্যাটিং কোচ

সেট ব্যাটারদের আউট হওয়া নিয়ে চিন্তিত বাংলাদেশের ব্যাটিং কোচ

চেন্নাই স্টেডিয়ামের পিচটা ব্যাটিংয়ের জন্য সহায়কই ছিল বেশ। ওই অবস্থাতেও ১৪৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।এ নিয়ে বিস্ময় ছিল ধারাভাষ্যকক্ষেও। দ্বিতীয় ইনিংসে অবশ্য কিছুটা ভালো করেছে বাংলাদেশ।  

তৃতীয় দিনশেষে ৪ উইকেটে ১৫৮ রান করেছে নাজমুল হোসেন শান্তর দল। পাকিস্তানের বিপক্ষে দারুণ করা বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে হতশ্রী ব্যাটিং করেছে। এসব নিয়ে কথা বলেছেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প।

তিনি বলেন, ‘আমার কাছে এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে ব্যাটিং অ্যাপ্রোচটা ঠিক করা। এটা আমাদের খুব একটা ভালো হচ্ছে না। কেউ যদি ৪০-৫০-৬০ বল খেলে ফেলে তাহলে তার উচিত ১২০ বল অন্তত খেলা, তার অবদানটাকে অর্থবহ করে তোলা। ’

বাংলাদেশের ব্যাটাররা বেশির ভাগই বড় ইনিংস খেলতে পারেন না টেস্টে। সেট হয়ে ব্যাটারদের আউট হয়ে যাওয়া নিয়ে চিন্তিত ব্যাটিং কোচও। এ নিয়ে কাজ চলছে বলেও জানান হেম্প।

তিনি বলেন, ‘এটা নিয়ে আমরা কথা বলছি। আমাদের অবশ্যই শুরুটা ভালো করতে হবে আর একবার শুরুটা পেয়ে গেলে, ২০-৩০টা বল (ডেলিভারি) কেউ খেলে ফেললে তার একটা ধারণা হয়ে যায় কি হচ্ছে মাঠে। কেউ ৩০-৪০ রান করলে তার ইনিংসটা বড় করা উচিত, কঠিন কাজটা করে ফেলার পর এখন সুযোগটা কাজে লাগানো তার দরকার। পাকিস্তানের বিপক্ষে খণ্ড-খণ্ডভাবে এই জিনিসটা দেখা গেছে। এই ব্যাপারটি নিয়ে আমরা কাজ করছি, এটা আমাদের নজরে আছে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS