News Headline :
মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের শিক্ষার্থী পান্নার বিশেষ সম্মান লাভ হাসিনা ভারতে কতদিন থাকবেন সিদ্ধান্ত তার: জয়শঙ্কর তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: কায়কোবাদ সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমোদন ‘বিশৃঙ্খলার’ শঙ্কায় ইসি কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ‘না’ বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা ‘হিউম্যান রাইটস টিউলিপ’ অ্যাওয়ার্ডের মনোনয়ন পেলেন সানজিদা নির্বাচনের তফসিল চূড়ান্তে ‘কমিশন বৈঠক’ কাল মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুমায়ুন শীতে বাড়ে খুশকি, জেনে নিন দূর করার উপায়
মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দল ঘোষণা

মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দল ঘোষণা

লিওনেল মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মূলত কোপা আমেরিকা খেলার সময় গোড়ালির চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি মেসি।এমনকি এরপর এখন পর্যন্ত খেলেননি নিজ ক্লাব ইন্টার মায়ামির হয়ে।  

মেসি ছাড়াও স্কোয়াডে জায়গা পাননি মার্কোস আকুইনা ও ফ্রাঙ্কো আরমানি। প্রথমবারের  মতো দলে ডাক পেয়েছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনে। তবে এবারও সুযোগ মেলেনি পাওলো দিবালার।

লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। আগামী ফিফা উইন্ডোতে ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলি ও ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর এবারই প্রথম মাঠে নামতে যাচ্ছে।

আর্জেন্টিনা স্কোয়াড: ওয়ালতার বেনিতেস, গেরোনিমো রুইয়ি, হুয়ান মুসো, এমিলিয়ানো মার্তিনেস, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, গেরমান পেসসেলা, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তালিয়াফিকো, ভালেন্তিন বার্কো, লিয়ান্দ্রো পারদেস, গিদো রদ্রিগেস, আলেক্সিস মাক্স আলিস্তার, এনসো ফার্নান্দেস, গিওভান্নি লো সেলসো, এসেকিয়েল ফার্নান্দেস, রদ্রিগো দে পল, নিকোলাস গনসালেস, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুল, গিলিয়ানো সিমিওনে, ভালেন্তিন কারবোনি, হুলিয়ান আলভারেস, লাওতারো মার্তিনেস ও ভালেন্তিনো কাস্তেয়ানোস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS