মেসির সাথে বুসকেটস-আলবাকেও চায় আল হিলাল

মেসির সাথে বুসকেটস-আলবাকেও চায় আল হিলাল

বিশ্বকাপজয়ী মেসিকে অনেকদিন থেকে দলে টানার চেষ্টা করছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। সেই চাওয়ার সঙ্গে যুক্ত হয়েছে নতুন নাম, মেসির বার্সেলোনার সাবেক সতীর্থ সার্জিও বুসকেটস ও জর্ডি আলবা।

মেসিকে দলে নিতে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব রেখেছে ক্লাবটি। এ মৌসুম শেষে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন থেকে ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন বিশ্বজয়ী মহাতারকা। পার্ক ডে প্রিন্সেসের ক্লাবটির সাথে নতুন করে চুক্তির সম্ভবনাও নেই বলে খবর।

স্প্যানিশ গণমাধ্যমের দাবি, সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি পিএসজি থেকে সাময়িক নিষেধাজ্ঞার পর আল হিলালের প্রস্তাব গ্রহণ করতে সম্মত হয়েছেন। সেইসাথে নিয়ে যাবেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার সার্জিও বুসকেটসকেও।

বার্সেলোনার সাথে চুক্তি শেষ হওয়ার পর বুসকেটস মধ্যপ্রাচ্যের ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করতে সম্মত হয়েছেন। ক্যাম্প ন্যু’র সঙ্গে চুক্তি শেষ হলে আলবাও বুসকেটসের পথে হাঁটবেন।

ফ্রান্স টেলিভিশনের রিপোর্ট অনুসারে, এখানেই শেষ হচ্ছে না আল হিলালের চাহিদা। তাদের চোখ পড়েছে ইতালির মিডফিল্ডার মার্কো ভেরাত্তির উপর। পিএসজিতে খেলা তারকাকে দলে নিতে বড় প্রস্তাব করেছে ক্লাবটি।

কাতার বিশ্বকাপজয়ী মেসিকে সাবেক ক্লাব বার্সেলোনায় ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে কাতালান কর্তৃপক্ষ। আর্থিক সংকটে ভুগতে থাকা বার্সেলোনার প্রধান বাধা মেসির বেতন। মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামি, ম্যানচেস্টার ইউনাইটেডসহ অন্যরাও মেসিকে দলে নিতে বেশ আগ্রহী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS