বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্লাটফর্ম ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মার্শাল আর্টে একই সঙ্গে স্বর্ণ ও রৌপ্য জিতেছেন।
মার্শাল আর্টের জাপানি সংস্করণ ‘জু-জিতসু’ টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশগ্রহণ করেই বাজিমাত করলেন ৩৮ বছর বয়সী মার্কিন এই প্রযুক্তি ব্যবসায়ী।
জুজুৎসু এই খেলায় কোনোপ্রকার অস্ত্র ব্যবহার না করে বা ছোট অস্ত্র ব্যবহার করে অস্ত্রধারী বা ঢাল ব্যবহারকারীর বিপক্ষে লড়াই করতে হয়। টুর্নামেন্টে প্রথমবারেই অসাধারণ নৈপুণ্য দেখান জাকারবার্গ।
রোববার (৭ মে) এই দুই পদক জয়ের কথা নিজেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে জানিয়েছেন জাকারবার্গ। স্মরণীয় সেই মুহূর্তের ছবির অ্যালবাম পোস্ট করেন তিনি।
ইনস্টাগ্রাম পোস্টে জাকারবার্গ লেখেন, আমার প্রথম জিউ জিতসু টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি এবং গেরিলা জিউ জিতসু দলের হয়ে কিছু পদক জিতেছি। পোস্টে তিনি তার তিনজন প্রশিক্ষককেও ধন্যবাদ জানান।