সংখ্যালঘুদের সুরক্ষায় ছাত্র-জনতার প্রচেষ্টাকে স্বাগত ইইউর

সংখ্যালঘুদের সুরক্ষায় ছাত্র-জনতার প্রচেষ্টাকে স্বাগত ইইউর

বাংলাদেশে ধর্মীয়, জাতিগত ও অন্যান্য সংখ্যালঘুদের উপাসনালয় এবং লোকদের ওপর একাধিক হামলার প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশন।  

মঙ্গলবার (৬ আগস্ট) এক বার্তায় এই উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সংখ্যালঘুদের সুরক্ষায় আন্দোলনকারী ছাত্র এবং অন্যদের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই।

এতে আরও বলা হয়, আমরা জরুরিভাবে সব পক্ষকে সংযম প্রদর্শন, সাম্প্রদায়িক সহিংসতা প্রত্যাখ্যান এবং সব বাংলাদেশির মৌলিক মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS