দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের জন্য অফিসের স্বাভাবিক সময়সূচি নির্ধারণ করেছে সরকার। সিদ্ধান্ত অনুসারে, আগামীকাল বুধবার (৩১ জুলাই) সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস সূচি।
মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত সরকারি অফিসসূচি নির্ধারণ করা হয়েছিল।
এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার পর গত ২১-২৩ জুলাই সাধারণ ছুটির পর ২৪ ও ২৫ জুলাই সরকারি অফিস ১১-৩টা পর্যন্ত চলে।
গত সপ্তাহে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সহিংসতা শুরু হয়। এ অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি অবনতির দিকে যাওয়া গত শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে রয়েছে সেনাবাহিনী।