আরব আমিরাত-সৌদিতে বিক্ষোভকালে ৬৭ বাংলাদেশি গ্রেপ্তার, সতর্ক থাকার আহ্বান

আরব আমিরাত-সৌদিতে বিক্ষোভকালে ৬৭ বাংলাদেশি গ্রেপ্তার, সতর্ক থাকার আহ্বান

কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে সেসব দেশের প্রচলিত আইন ভঙ্গের জন্য গ্রেপ্তার হয়েছেন অনেকেই।এ কারণে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভকালে ৫৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিন বাংলাদেশি নাগরিককে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছরের কারাদণ্ড এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড  দেওয়া হয়েছে। এ ছাড়া বিক্ষোভকালে সৌদি আরবে প্রায় ১০ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন।

আরব আমিরাতে থাকা প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট। প্রবাসীদের উদ্দেশে দুবাই কনস্যুলেট গত ২০ জুলাই এক জরুরি বিশেষ বিজ্ঞপ্তিতে বলেছে, দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে সংযুক্ত আরব আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেকোনো ধরনের গণজমায়েত, মিছিল ও স্লোগান দেওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

এতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের আইনে গণজমায়েত হওয়া, স্লোগান দেওয়া, গুজব রটানো এবং  ভিত্তিহীন তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ পরিস্থিতিতে, প্রবাসী সব ভাই-বোনকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং সংযুক্ত আরব আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর অনুরোধ জানানো যাচ্ছে। আইন ভঙ্গকারীরা ভিসা বাতিলসহ জেল-জরিমানা এমন কী দেশে প্রত্যাবাসনের মতো শাস্তির সম্মুখীন হতে পারেন।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিক্ষোভকালে বাংলাদেশিরা গ্রেপ্তার হয়েছেন। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে বাংলাদেশিরা গ্রেপ্তার হয়েছেন। আরব আমিরাতে গ্রেপ্তারের পর শাস্তিও দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS