জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে তরুণদের মতামতকে প্রাধান্য দিতে হবে; সেই সঙ্গে তাদের কর্মদক্ষতাকে কাজে লাগাতে হবে।
শনিবার (৬ মে) রাজধানীর শেরাটন হোটেলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ‘৩৬তম বার্ষিক মাল্টিপল ডিস্ট্রিক্ট কনভেনশন ২০২৩’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্পিকার বলেন, দারিদ্র্য ও বৈষম্য থেকে বাংলার মানুষের মুক্তি ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল দর্শন। তিনি সারাজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সরকারের পাশাপাশি লায়ন্স সদস্যগণ নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন, যা প্রশংসনীয়। লায়ন্সের সব সদস্যকে বৈষম্যহীন সমাজ নির্মাণে আরও নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান স্পিকার।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য ২০৪১ সালের মধ্যে কল্যাণকামী স্মার্ট বাংলাদেশ নির্মাণ। স্মার্ট বাংলাদেশের চারটি মূল সোপান- স্মার্ট কমিউনিটি, স্মার্ট গভর্নেন্স, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি বাস্তবায়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। স্মার্ট সিটিজেন হিসেবে লায়ন্স সদস্যরা স্মার্ট বাংলাদেশ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে। নিজেদের সময়, অর্থ, শ্রম ও মেধা কাজে লাগিয়ে লায়ন্স সদস্যগণ সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হয়ে কাজ করে থাকেন।
লায়ন এ এফ এম এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কাজী আকরাম উদ্দীন আহমেদ, শেখ কবির হোসেন ও মোসলেম আলী খান। অনুষ্ঠানে মো. ওয়াহিদুর রহমান আজাদ, এ কে এম রেজাউল হক ও এম এ হাসান সম্মানিত অতিথি হিসেবে এবং কাউন্সিল চেয়ারপারসন লায়ন এস কে কামরুল বক্তব্য দেন।