শীর্ষস্থান মজবুত আর্জেন্টিনার, ৫ ধাপ এগোলো স্পেন

শীর্ষস্থান মজবুত আর্জেন্টিনার, ৫ ধাপ এগোলো স্পেন

তিনটি মহাদেশীয় টুর্নামেন্ট ও বেশ কিছু প্রীতিম্যাচ শেষে র‍্যাংকিংয়ের নতুন হালনাগাদ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। যেখানে আগের মতোই শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।সদ্য সমাপ্ত কোপা আমেরিকা জিতে শীর্ষস্থান আরও মজবুত করল লিওনেল স্কালোনির দল।

আর্জেন্টিনার পর দুইয়ে আছে ফ্রান্স। তবে ইউরো চ্যাম্পিয়ন হয়ে বড় লাফ দিয়েছে স্পেন। ৫ ধাপ এগিয়ে তিনে উঠেছে তারা। এক ধাপ এগিয়ে চারে ইউরোয় রানার্সআপ হওয়া ইংল্যান্ড।

অবনমন হয়েছে ব্রাজিলের। কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ায় এক ধাপ নিচে নেমে তাদের অবস্থান এখন পাঁচে। তিন ধাপ পিছিয়ে ছয়ে আছে বেলজিয়াম। সাতে নেদারল্যান্ডস ও দুই ধাপ অবনমিত হয়ে আটে পর্তুগাল। কোপা আমেরিকায় রানার্সআপ হওয়া কলম্বিয়ে তিন ধাপ  এগিয়ে নয়ে উঠেছে। এছাড়া আগের মতো দশেই আছে ইতালি।

র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফটি দিয়েছে ভেনেজুয়েলা। ১৭ ধাপ এগিয়ে ৩৭-এ আছে লাতিন আমেরিকার দেশটি। এছাড়া ১৬ ধাপ এগিয়ে ২৬-এ উঠেছে তুরস্ক।

এদিকে, এক ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ের ১৮৪-তে আছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS