পদত্যাগ করলেন সাউথগেট

পদত্যাগ করলেন সাউথগেট

ইউরো ফাইনালে হারের পর ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন গ্যারেথ সাউথগেট। ২০১৬ সালে দলটির দায়িত্ব নিয়েছিলেন।তার অধীনে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ও টানা দুটি ইউরোর ফাইনাল খেলে ইংল্যান্ড। কিন্তু শিরোপা অধরা থাকার আক্ষেপটা থেকেই যায়।

এক বিবৃতিতে সাউথগেট বলেন ‘এখন নতুন একটি অধ্যায় শুরু জন্য পরিবর্তনের সময়। বার্লিনে স্পেনের বিপক্ষে রোববারের ফাইনালটি ছিল ইংল্যান্ড কোচ হিসেবে আমার শেষ ম্যাচ। একজন গর্বিত ইংরেজ হিসেবে ইংল্যান্ডের হয়ে খেলা এবং ইংল্যান্ডের কোচ হওয়া আমার জন্য সারা জীবনের সম্মান। এটা ছিল আমার কাছে সবকিছু। আমিও সর্বস্ব নিংড়ে দিয়েছি। ’

‘আমাদের সমর্থক বিশ্বের সেরা। তাদের সমর্থন আমার কাছে সবকিছু। আমি সব সময় ইংল্যান্ডের সমর্থকই থাকব। আশা করছি, খেলোয়াড়েরা আরও দারুণ সব স্মৃতির জন্ম দিয়ে জাতিকে উদ্দীপ্ত করবে যেটা তারা পারে। সবকিছুর জন্য ধন্যবাদ ইংল্যান্ড। ’ 

রোববার ইউরোর ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরেছে ইংল্যান্ড। গত আসরের ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরেছিল তারা ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS