আর কোনো শিক্ষার্থীর রক্ত ঝরুক, চান না শরিফুল

আর কোনো শিক্ষার্থীর রক্ত ঝরুক, চান না শরিফুল

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এই আন্দোলন গতকাল থেকে সহিংসতায় রূপ দিয়েছে।যা নিয়ে দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষার্থীদের সমর্থনে মুখ খুলছেন অনেকে। কথা বলছেন ক্রিকেটাররাও।  

আজ দিনের মধ্যভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তাওহিদ হৃদয়। তিনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের রক্ত ঝরতে দেখে তা বন্ধ করার আকুতি জানিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) নিয়ে ব্যস্ত হৃদয়। সেখান থেকেই তিনি লিখেছেন, ‘সব কিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি… আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক। ’

এরপর জাতীয় দলে হৃদয়ের সতীর্থ শরিফুল ইসলাম ফেসবুকে আর কোনও রক্ত না ঝরানোর আহ্বান জানিয়েছেন। এই তরুণ পেসার লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমি একজন ক্রিকেটার হলেও একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক। ’

প্রসঙ্গত, গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। বিকেল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন। বিষয়টি নিয়ে পুরো দেশে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। আজ কোটা সংস্কারের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS