ওয়ানডেতেও বড় ব্যবধানে হারল অনূর্ধ্ব-১৯ দল

ওয়ানডেতেও বড় ব্যবধানে হারল অনূর্ধ্ব-১৯ দল

একমাত্র টেস্টে ১০ উইকেটে হারের পর ওয়ানডে সিরিজের শুরুটা হলো ৯ উইকেটের হারে। চট্টগ্রামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা।

৩৭.২ ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান যুবারা। শাহজাইব খান ৮৩ রানে আউট হন দলীয় দেড়শর কাছে গিয়ে। আজান আউয়াস ৬৯ রানে অপরাজিত থাকেন। ব্যাট হাতে ৭০ রানের ইনিংসের পর পাকিস্তানের একমাত্র উইকেটটিও শিকার করেন অলরাউন্ডার মাহফুজুর রাব্বি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫০ ওভার খেলে দেড়শ পার করতেই ঘাম ছুটেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। মাহফুজুর রাব্বি অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে এনে দেন মাঝারি সংগ্রহ। ৫ উইকেট নেন সফরকারী দলের বাঁহাতি পেসার আমির হাসান।

আমির ১০ ওভারে দেন মাত্র ২৪ রান। তার পেস তোপ সামাল দিতে পেরেছেন কেবল মাহফুজুর। একশর আগেই অলআউট হওয়ার লজ্জা থেকে বাঁচান বাংলাদেশকে। ৮৮ রানে ৭ উইকেট হারানোর পর লড়াকু ফিফটিতে দলকে নিয়ে যান সম্মানজনক অবস্থানে।

সাত নম্বরে নেমে শেষ পর্যন্ত লড়েন মাহফুজুর। ১০০ বলে ইনিংসে মারেন ৮টি চার, ২টি ছক্কা। লোয়ারঅর্ডার ব্যাটার শেখ পারভেজ ১৯, ওয়াসি সিদ্দিক ১৫ রান করে অবদান রাখেন। শেষের তিন ব্যাটারের লড়াইয়ে পুরো ৫০ ওভার বাংলাদেশ টিকে থাকতে পেরেছে একটি উইকেট হাতে রেখে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS