রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৫, আহত ৪১

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৫, আহত ৪১

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোরোভস্কে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪১ জন।এর মধ্যে চার শিশুও রয়েছে। খবর আল জাজিরার।

আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাশকিন টেলিগ্রামে জানান, এটি সম্প্রতি বেসামরিকদের ওপর শত্রুপক্ষের চালানো সবচেয়ে বড় হামলার একটি। তিনি জানান, তিনি মেয়েশিশু এবং এক ছেলেশিশু আহত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাতে ভিডিও ভাষণে বলেন, ন্যায় পদ্ধতি মেনে ইউক্রেন হামলার জবাব দেবে।

গভর্নর ভাদিম ফিলাশকিন বলেন, হামলায় ছয়টি বাড়ি ও ১৬টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

তিনি বলেন, রাশিয়ার সেনারা শহরে দুটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। শহরটি ফ্রন্টলাইন থেকে ২৪ কিলোমিটার দূরে।  

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানায়, আধাঘণ্টার ব্যবধানে হামলা হয়।

হামলায় একটি বিশাল গর্তের সৃষ্টি হয়। আশপাশের বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। জানালা উড়ে যায়, ছাদ ক্ষতিগ্রস্ত হয়। রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার আগে শহরটিতে জনসংখ্যা ছিল প্রায় ৬১ হাজার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS