বাংলাদেশে প্রদর্শনের জন্য সেন্সর ছাড়পত্র পেল শাহরুখ-দীপিকা অভিনীত বলিউডের ব্লকবাস্টার এই ছবিটি
বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের অনুমতি পেল শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। ফলে দফায় দফায় বাঁধার মুখে পড়া এ ছবিটি বাংলাদেশে মুক্তিতে আর কোনো বাঁধা নেই। আগামী ১২ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে হাজার কোটির উপরে ব্যবসা করা পাঠান।
খবরটি জানিয়েছেন বাংলাদেশে ‘পাঠান’ ছবির আমদানিকারক ‘অ্যাকশন কাট এন্টারটেনমেন্টে’-এর অনন্য মামুন। তিনি জানান, সার্ভারের মাধ্যমে ৩০টির মতো হলে চলবে।
এদিকে, ১২ মে থেকে ‘পাঠান’ চলবে এমন অনেক সিনেমা হল পোস্টারও লাগিয়েছে। ঢাকার মধুমিতা হলে দেখা যায় পাঠান’র পোস্টার ঝুলছে। স্টার সিনেপ্লেক্সও এক পোস্টের মাধ্যমে জানায়, ১২ মে থেকে সিনেপ্লেক্সে চলবে ‘পাঠান’।
বলিউড বাদশা শাহরুখ খানের ছবি ‘পাঠান’ বিশ্বব্যাপী মুক্তি পেলেও আসেনি বাংলাদেশে। সিনেমাটি যশ রাজ ফিল্মস প্রযোজিত।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। এতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।