মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন কল্যাণ পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. ইকবাল হাসান মাহমুদ।
পদত্যাগের বিষয়টি স্বীকার করে বৃহস্পতিবার ড. ইকবাল হাসান বলেন, ১৬ বছর ইবরাহিম সাহেবের সঙ্গে ছিলাম।এখন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। আসলে তার সঙ্গে এখন কেউ নেই। মানুষ আমাকে বলেন বেঈমানদের সঙ্গে কেন থাকবেন? এগুলো শুনতে আমার ভালো লাগে না। আসলে তার সঙ্গে থাকার কোনো পরিবেশ নেই। তাছাড়া ইবরাহিম সাহেবের অপরাধের দায়ভার আমি কেন নেবো?
এরআগে কল্যাণ পার্টি থেকে পদত্যাগ করেছিলেন দলটির অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হাসান সাকীব।
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শীর্ষনেতা ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম। কিন্তু নির্বাচনের কিছুদিন আগে হঠাৎ করেই নির্বাচনের যাওয়ার ঘোষণা দেন ইবরাহিম। পরে তিনি সংসদ সদস্যও নির্বাচিত হোন। তার এহেন সিদ্ধান্তের প্রতিবাদে এরই মধ্যে কল্যাণ পার্টি থেকে অনেক নেতা পদত্যাগ করেছেন।