ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই গ্রাম থেকে জামায়াত ইসলামী ও শিবিরের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মে) বেলা ১১টায় ওই এলাকার আব্দুর রশিদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, নবীনগর উপজেলার আব্দুর রশিদ (৬৫), বাদল মিয়া(৪৮), শাহিন ইসলাম (২৪), সদর উপজেলার ডা. আবু হানিফ (৬৫), সাহেদ আলম(২১), বাঞ্ছারামপুর উপজেলার আলম (৫৩) ও আশুগঞ্জ উপজেলার মো. মামুন মিয়া(৩৭)।  

বিকেলে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, এলাকায় নাশকতা সৃষ্টি ও আসন্ন নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনকে বানচাল করার জন্য উপজেলার নারুই গ্রামের রশিদ মিয়ার বাড়িতে জেলার বিভিন্ন এলাকায় বসবাস করা জামায়াত-শিবিরের নেতারা একত্র হয়ে গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে পুলিশ অভিযান চালিয়ে জামায়াত ইসলামী ও শিবিরের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে কয়েকজন পালিয়ে যান।  

ঘটনাস্থল থেকে বৈঠকের ব্যানার, নির্বাচন বিরোধী লিফলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় নবীনগর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার শনিবার (১ জুন) আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS