বেশ কয়েকদিন যাবৎ সারাদেশে তাপপ্রবাহ চলছে। ঢাকাসহ বেশিরভাগ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ৩৫ থেকে ৪২ডিগ্রি সেলসিয়াসের উপরে। শুধু ঢাকা নয় প্রচণ্ড তাপমাত্রায় পুড়ছে ভারতের রাজধানী নয়াদিল্লি ও পাকিস্তানের লাহোর শহর।
রোববার (১৬ এপ্রিল) নয়া দিল্লিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠে। অপরদিকে লাহোরে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।
দক্ষিণ এশিয়ার অপর দেশ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। মালদ্বীপের রাজধানী মালেতে তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। আর নেপালের রাজধানী কাঠমান্ডুতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস। ভুটানের রাজধানী থিম্পুতে তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল ১৫ এপ্রিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা।