রাষ্ট্রপতির কাছে এনার্জি রেগুলেটরি কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

রাষ্ট্রপতির কাছে এনার্জি রেগুলেটরি কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

মঙ্গলবার (০২ এপ্রিল) বঙ্গভবন প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মো. নূরুল আমিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২২-২৩ হস্তান্তর করেন।  

কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান এবং কমিশনের সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রতিনিধিদল কমিশনের কার্যক্রমে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা কামনা করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, একটি দেশের আর্থ-সামাজিকসহ সার্বিক উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানি অন্যতম একটি গুরুত্বপূর্ণ খাত। দেশের উন্নয়নের কলেবর বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদাও ক্রমান্বয়ে বাড়ছে।

তিনি বলেন, জ্বালানির নতুন নতুন উৎস উদ্ভাবনে আমাদেরকে জোর দিতে হবে। রাষ্ট্রপতি এ বিষয়ে কমিশনকে গবেষণা কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেন।

এছাড়া কমিশন জ্বালানি খাতের স্থিতিশীলতা বজায় রাখা ও মূল্য নির্ধারণসহ সার্বিক বিষয়ে সরকারকে সঠিক ও যুগোপযোগী সুপারিশ ও পরামর্শ দেবে বলেও রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS