ছাদ থেকে পানি পড়ায় আপিল বিভাগে বিচার কাজ ব্যাহত

ছাদ থেকে পানি পড়ায় আপিল বিভাগে বিচার কাজ ব্যাহত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছাদ থেকে বিচারপতির আসনে পানি পড়ায় সাময়িক সময়ের জন্য বিচার কাজ বন্ধ ছিল। কিছু সময় পরে আসন স্থানান্তর করে বিচার কাজ শুরু হয়।এরপর গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার ঘটনাস্থল পরিদর্শন করে সংস্কার কাজের উদ্যোগ নেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে আপিল বিভাগে বিচার কাজ পরিচালনার সময় ছাদ থেকে বিচারকদের আসনে পানি পড়ার ঘটনায় প্রধান বিচারপতিসহ পাঁচ বিচারপতি এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। ১৮ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় বিচার কাজ।  

সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা এসে আসনটি সরিয়ে নেন। পরে আবার বিচার কাজ শুরু হয়। এ সময় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, ছাদটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, ইঞ্জিনিয়ার দিয়ে ভালো করে দেখানো উচিত।

তখন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ছাদের অবস্থা ঝুঁকিপূর্ণ, আজকে থেকে ইঞ্জিনিয়াররা কাজ শুরু করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS