এবার দেশের প্রেক্ষাগৃহে জয়া আহসান

এবার দেশের প্রেক্ষাগৃহে জয়া আহসান

আন্তর্জাতিক নানান উৎসব পেরিয়ে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘নকশী কাঁথার জমিন’। আকরাম খান পরিচালিত ছবিটি এরমধ্যে পেয়েছে মুক্তির ছাড়পত্র।

নির্মাতা আকরাম খান বলেন, ‘আনন্দের সঙ্গে জানাতে চাই, চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে দেশের প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তির প্রস্তুতি নিচ্ছি আমরা।’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দিনগুলির কথা তুলে এনেছেন নির্মাতা আকরাম খান।

সম্প্রতি ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয় ছবিটি। এর আগে ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয়ে দেশের জন্য সম্মান বয়ে আনে ‘নকশী কাঁথার জমিন’।

চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন সেঁওতি, ইরেশ যাকের, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS