News Headline :
রাজশাহীতে বিক্ষোভ, নেতানিয়াহুর কুশপুতুলে আগুন জামালপুরে চেক প্রতারণার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড ফিলিস্তিন ইস্যুতে লুটপাট প্রতিবাদের ভাষা হতে পারে না: পররাষ্ট্র উপদেষ্টা রাশিয়ার ‘অ্যাটমস্কিলস চ্যাম্পিয়নশিপে’ ৫ বাংলাদেশি পুরস্কৃত গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা গাজা-রাফায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি যশোরের সাংবাদিকদের কুমিল্লায় কেএফসিতে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪ ট্রাম্পের ঘোষণার পর ক্রিপ্টোবাজারেও অস্থিরতা, কমেছে বিটকয়েনের দাম ভিয়েতনাম থেকে এলো ১২ হাজার ৭০০ টন আতপ চাল মুন্সিগঞ্জে দু-এক মাসের মধ্যে মেডিকেল কলেজের কাজ শুরু হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভোলায় নিষেধাজ্ঞার ১৮ দিনে ১৫৬ জেলের কারাদণ্ড

ভোলায় নিষেধাজ্ঞার ১৮ দিনে ১৫৬ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ২৪০ জেলেকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ১৫৬ জনের জেল ও ২৬ জনকে জরিমানা আদায় করা হয়েছে।

ইলিশ জব্দ করা হয়েছে এক হাজার ৬ কেজি এবং জাল জব্দ করা হয়েছে এক লাখ মিটার। এ পর্যন্ত মোট অভিযান পরিচালিত হয়েছে ১৫৮টি এবং ভ্রাম্যমাণ আদালত হয়েছে ৪৪টি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও রোববার মধ্যরাত থেকে সোমবার (১৮ মার্চ) বিকেল পর্যন্ত পৃথক দুটি অভিযানে দৌলতখানের মেঘনা নদী থেকে আরও ১৮ জেলেকে আটক করা হয়। এসময় একটি নৌকা ও বেশ কিছু জাল জব্দ করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা জানান, ইলিশের অভয়াশ্রম রক্ষায় পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ নিষিদ্ধ। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করতে না পারে সেজন্য ইলিশ সম্পদ রক্ষায় জেলের সচেতনতার পাশাপাশি অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS