চুক্তির আওতায় আসছেন বয়সভিত্তিক দলের ফুটবলাররা

চুক্তির আওতায় আসছেন বয়সভিত্তিক দলের ফুটবলাররা

দেশের ক্রীড়াঙ্গনে বেতন-ভাতা নিয়ে অভিযোগ সর্বত্রই। ব্যতিক্রম নয় নারী ফুটবলারদের ক্ষেত্রেও।একের পর এক সাফল্য এনে দিলেও আর্থিক সচ্ছলতা ছিল না তাদের। গতবছর বেতন বৃদ্ধি পেয়েছে বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ নারী ফুটবলারদের। সেই চুক্তির আওতায় অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-১৬ দলের ফুটবলাররাও আসবেন বলে জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ।

আজ বাফুফে ভবনে সাফ জয়ী অনূর্ধ্ব-১৯ দলকে সংবর্ধনা দিয়েছে ওয়ালটন গ্রুপ। দলের সকলকেই একটি করে ৩২ ইঞ্চি স্মার্ট টিভি দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানেই নারী ফুটবলারদের বেতন ভাতার কথা উঠে আসে। তখন কিরন বলেন, ‘আপনারা জানেন জাতীয় দলের ৩১ জন ফুটবলারের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে। তাদেরকে আমরা বেতন দিয়ে থাকি। অনূর্ধ্ব-১৯ দল এবং অনূর্ধ্ব-১৬ দল ভালো করছে। এখান থেকেও ফুটবলারদের আমরা চুক্তির আওতায় আনবো। যেন তাদের আর্থিক সমস্যা দূর হয়। ’

নারী ফুটবলে এগিয়ে যেতে হলে আরও বেশি টাকা এবং কাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন তিনি, ‘আমাদের ফুটবলে উন্নতি করতে হলে আরও বেশি আর্থিক সাহায্য প্রয়োজন। এছাড়া এখানে যেমন আবাসিকভাবে আমরা মেয়ের রেখে পরিচর্চা করি আরও বেশি জায়গার প্রয়োজন সেক্ষেত্রে আমাদের আরও বড় একটা ডরমেটরি প্রয়োজন। এছাড়াও মাঠের সমস্যা তো আছেই। আমাদের মাঠের প্রয়োজন। এসব দিকে সরকার নজর দিলে আমরা আরও ভালো করতে পারবো। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS