বিয়ের ব্যস্ততা পাশ কাটিয়ে বিপিএলের ফাইনালে খেলছেন মিলার

বিয়ের ব্যস্ততা পাশ কাটিয়ে বিপিএলের ফাইনালে খেলছেন মিলার

ডেভিড মিলার আসবেন এমন একটা কথা শোনা যাচ্ছিল বিপিএল শুরুর পর থেকেই। তবে এই দক্ষিণ আফ্রিকানের ব্যস্ততা ছিল বিয়ে নিয়ে।ফরচুন বরিশালের অনুরোধে সাড়া দিয়ে শেষ অবধি প্লে অফের আগে দলের সঙ্গে যোগ দেন তিনি।  

মিলারের তখন দুই ম্যাচ খেলার কথা ছিল। রংপুর রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে ফ্লাইটে চড়ার কথাও ছিল তার। তবে তিনি যাচ্ছেন না। বরিশালের হয়ে ফাইনাল খেলে তবেই দেশে ফিরবেন মিলার। এজন্য পারিশ্রমিকের অঙ্কটাও বেশ বড়ই দেওয়া হচ্ছে তাকে।  

মিলার চলে গেলে বিদেশি ব্যাটার হিসেবে বরিশালের স্কোয়াডে ছিলেন আহমেদ শেহজাদ। তবে প্রথম দুই ম্যাচে ৩৯ ও ৬৬ করেছিলেন, কিন্তু সবশেষ ৬ ইনিংস মিলিয়ে তার রান ৬৮। এজন্য তাকে খেলাতে চায় না বরিশাল। মিলার চলে গেলে বিদেশি ব্যাটার হিসেবে নতুন কাউকে খুঁজতে হতো তাদের।

কিন্তু শেষ অবধি দলের অনুরোধ রেখে মিলার থেকে যাওয়ায় একটু স্বস্তিই পাচ্ছে বরিশাল। এর আগে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে বিপিএল খেলেছিলেন এই দক্ষিণ আফ্রিকান। ১১ বছর পর খেলতে এসে প্রথম এলিমেনটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৩ বলে ১৭ রান করেন তিনি। পরের ম্যাচে ২২ রানে অপরাজিত থেকে দলকে নিয়ে যান ফাইনালে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS