কোনভাবেই সুদানের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ক্ষমতায় ফিরিয়ে আনতে চাইছে না সুদানের সামরিক বাহিনী। তবে আধা সামরিক বাহিনী তাকেই আবার ক্ষমতায় দেখতে চাইছে। এদিকে দেশটিতে সামরিক বাহিনীর সাথে আধা সামরিক বাহিনীর চলমান সংঘাত অব্যাহত রয়েছে। তবে কি সাবেক প্রেসিডেন্টকে নিয়েই লড়ছে তারা?
সুদানের প্রেসিডেন্ট পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে খার্তুমের কোবের কারাগারে বন্দী ছিলেন ওমর আল-বশির। গতকাল বুধবার এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী বলেছে, খার্তুমের কোবের কারাগারের কর্তব্যরত চিকিৎসাকর্মীদের সুপারিশের ভিত্তিতে ওমর আল-বশিরসহ প্রায় ৩০ জন বন্দিকে সেনা নিয়ন্ত্রিত আলিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এদিকে সুদানের রাজধানী খার্তুমে দেশটির সেনাবাহিনীর সাথে আধা সামরিক বাহিনীর তীব্র সংঘাত চলমান আছে। এই সংঘাতের কারণ হিসেবে তারা প্রথম থেকেই দুই বাহিনীর মধ্যকার বৈষম্যকে দায়ী করে আসছে।
তবে দুই বাহিনীর সমতার জন্য লড়তে থাকা আধা সামরিক বাহিনীর দাবি, তারা দেশটির প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরকেই ক্ষমতায় ফিরিয়ে আনতে চাচ্ছে। অপর দিকে সামরিক বাহিনী জানিয়েছে, কোনভাবেই ওমর আল-বশিরকে ক্ষমতায় ফিরিয়ে আনতে রাজি নয় তারা। এখন পর্যন্ত হাসপাতালে তাকে কড়া নজরদারিতে রেখেছে তারা।
প্রশ্ন হচ্ছে সামরিক এবং আধা সামরিক বাহিনীর মধ্যে চলমান সমতার লড়াই, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরের ক্ষমতার লড়ায়ে পরিণত হতে যাচ্ছে কিনা। এমনটি হয়ে থাকলে দুই বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষ নতুন দিকে মোড় নিতে পারে।