‘আমাদের কি একাদশে আর খেলোয়াড় নেই?’, মোস্তাফিজ প্রসঙ্গে লিটন

‘আমাদের কি একাদশে আর খেলোয়াড় নেই?’, মোস্তাফিজ প্রসঙ্গে লিটন

মাথায় গুরুতর আঘাত নিয়ে এখন হাসপাতালে মোস্তাফিজুর রহমান। রোববার অনুশীলনে বলের আঘাত পান তিনি।পরদিন সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে স্বাভাবিকভাবেই একাদশে ছিলেন না এই বাঁহাতি পেসার। ম্যাচটিতে ১২ রানে হেরে যায় কুমিল্লা।  

এদিন মোস্তাফিজের জায়গায় কুমিল্লা খেলায় মুশফিক হাসানকে। ৪ ওভারে ৩২ রান দিয়ে এক উইকেট নেন তিনি। ম্যাচ হারের পর মোস্তাফিজ না থাকা কারণ কী না জানতে চাওয়া হয় লিটনের কাছে।  

উত্তরে কুমিল্লা অধিনায়ক বলেন, ‘হারের কারণ কেন হবে। আমাদের কী একাদশে আর কোনো খেলোয়াড় নেই?’

পরে একই ধরনের প্রশ্নের উত্তরে লিটন বলেন, ‘হলে ভালো হতো (বাঁহাতি পেসার)। এটা নিয়ে বলে লাভ নেই। মোস্তাফিজেরও তো খারাপ দিন গিয়েছে। এই উইকেটেই গিয়েছে। তখন কী উত্তর দিতাম। আমার কাছে মনে হয় আমরা ১২ থেকে ১৬ ওভার স্পিন বোলিং খুব জঘন্য করেছি। ’

‘জঘন্য বলতে পারি না আমি। খারাপ বল করেছি। দুজন নতুন ব্যাটসম্যান ছিল। আমাদের ওইখানে এভাবে রান দেওয়াটা উচিত হয়নি। যেহেতু আমাদের স্পিনাররা ভালো বোলিং করেনি, ওই জায়গায় একটু পিছিয়ে গিয়েছি। আমি আগেও বললাম, এটা ১৮০ রানের উইকেট নয়। ১৬০-১৬৫ রান হলে সহজ হতো। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS