মিউনিখ কনফারেন্সে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী

মিউনিখ কনফারেন্সে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের প্রথম দিন শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী  শেখ হাসিনা অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন। তিনি ওই দিন  সাতটি দ্বিপক্ষীয় বৈঠক ও একটি প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে  বৈঠক করেছেন। বৈঠকে রোহিঙ্গা ও ফিলিস্তিন বিষয় গুরুত্ব পেয়েছে।  

পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, প্রেসিডেন্ট অব উইমেন পলিটিক্যাল লিডারস, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম পরিচালনা প্রতিষ্ঠান মেটার গ্লোবাল চেয়ারম্যানের সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।  

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. সায়মা ওয়াজেদকে সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মান প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সম্বর্ধনায় বক্তব্য দিয়েছেন।  

টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে এটি।

১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মিউনিখ সিকিউরিটি কনফারেন্স ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা যোগ দিয়েছেন।
আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

সম্মেলনটি মূলত সমকালীন ও ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে উচ্চ-পর্যায়ের নিয়মিত আলোচনার জন্য বিশ্বের শীর্ষস্থানীয় ফোরাম হিসেবে বিবেচিত। ২০১৭ ও ২০১৯ সালেও মিউনিখ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS