ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। ফলে গাবতলীতে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। বুধবার সরেজমিনে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে এ চিত্র দেখা গেছে। গত দুদিনের তুলনায় এদিন বেশি সংখ্যক মানুষ ঢাকায় ফিরেছেন।
সরেজমিনে সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা গেছে, আমিনবাজার ব্রিজ দিয়ে দূরপাল্লার বাস গাবতলীতে ঢুকছে। বেশিরভাগ বাসে যাত্রী ভরা। আবার অনেকে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে ঢাকায় ঢুকছে। মাঝে মধ্যে দূরপাল্লার বাসের চাপ বেশি থাকায় আমিনবাজার ব্রিজ থেকে দারুস সালাম মাজার রোড পর্যন্ত যানজট দেখা গেছে।
ঈদের ছুটি শেষে বগুড়া থেকে গাবতলী এসেছেন আলমগীর নামে এক হোটেল শ্রমিক। তিনি বলেন, ঈদে বাড়তি ছুটি নিয়েছিলাম বলে আজ ঢাকায় ফিরেছি। বৃহস্পতিবার কাজে যোগ দেব। এবার আসা যাওয়ায় সড়কে কোনো জ্যাম বা ভোগান্তি ছিল না। সঠিক সময়েই গন্তব্যে পৌঁছেছি।