পিছিয়ে পড়েও আবাহনীকে হারাল মোহামেডান

পিছিয়ে পড়েও আবাহনীকে হারাল মোহামেডান

আবাহনী-মোহামেডানের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। ফেডারেশন কাপের গত মৌসুমের ফাইনালে মুখোমুখি হয়েছিল আবাহনী-মোহামেডান।সেই ফাইনাল ফুটবল প্রেমীদের মনে থাকবে বহুকাল। ৪-৪ গোলে ড্র ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতেছিল মোহামেডান। আজ মৌসুমে প্রথম ফেডারেশন কাপে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিন্দ্বন্দ্বী। পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রচেষ্টায় ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে মোহামেডান।  

দুই দলই আগের দুই ম্যাচ জিতে পরের রাউন্ড নিশ্চিত করে রেখেছে। সে অর্থে আজকের ম্যাচটি ছিল দুই দলের জন্যই নিয়মরক্ষার। তারপরও ম্যাচটা যখন আবাহনী-মোহামেডান তখন উত্তাপ থাকবে সেটাই স্বাভাবিক। যে ম্যাচে কেউ কাউকে ছাড় দেয় না। আজও যেমন গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে পিছিয়ে পড়ে হাল ছাড়েনি সাদা-কালোরা।  

প্রথামার্ধে দারুণ খেলেছে আবাহনী। এর ধারাবাহিকতায় ৩৯ মিনিটে আবাহনীকে এগিয়ে দেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। ওয়াশিংটনের বাড়িয়ে দেওয়া বল ধরে দুর্দান্ত প্লেসিংয়ে গোল করেন তিনি।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মোহামেডান। জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালোরা। মুজাফরভের গোলে ১-১ সমতা টানে আলফাজের দল। ৫১ মিনিটে উজবেক প্লে-মেকার মোজাফফরভের থ্রু ধরে আবাহনীর অরক্ষিত রক্ষণের সুবিধা নিয়ে পাপ্পু হোসেনকে পরাস্ত করেন মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে।

তিন মিনিটের মধ্যেই নাটকীয়ভাবে ম্যাচে এগিয়ে যায় মোহামেডান। ডান দিক থেকে হাসান মুরাদের থ্রো আইভরিকোস্টের দোসো সিদি ব্যাক হেড পোস্টের দিকে থাকা বলে আলতো টোকায় গোল করেন সানডে। ম্যাচের বাকি সময়টা স্কোরলাইন ধরে রেখে মাঠ ছাড়ে মতিঝিল পাড়ার দলটি।  

এই জয়ে গ্রুপসেরা হয়েই পরের রাউন্ডে যাচ্ছে মোহামেডান। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলবে আবাহনী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS