পাকিস্তানে ভোটগ্রহণ সম্পন্ন, গণনা চলছে

পাকিস্তানে ভোটগ্রহণ সম্পন্ন, গণনা চলছে

পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় এক হামলায় চার পুলিশ সদস্যের প্রাণ গেছে। পুলিশ এমনটি বলেছে।খবর দ্য ডনের।  

বৃহস্পতিবার দেশটিতে ভোটগ্রহণ চলছে। সেখানে ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ রয়েছে। এর মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।

ডেরা ইসমাইল খান পুলিশের প্রধান রউফ কায়সরানি জানান, কুলাচি অঞ্চলে পুলিশ টহলদলের ওপর বোমা হামলার পাশাপাশি গুলি চালানো হয়। তিনি আরও জানান, এলাকাটি ঘেরাও করা হয়েছে এবং ঘটনার আরও তদন্ত চলছে।

অন্যদিকে মাকরান জেলার কমিশনার সাঈদ আহমেদ উমরানি রয়টার্সকে বলেন, প্রদেশের বিভিন্ন স্থানে গ্রেনেড হামলার খবর পাওয়া গেছে। তবে ভোটগ্রহণ চলছে। কারো হতাহতের খবর নেই।  

এক বিবৃতিতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী আরশাদ হুসাইন শাহ ডেরা ইসমাইল খানে হামলার নিন্দা জানান।  

গণমাধ্যমের খবর বলছে, ট্যাঙ্কে গুলির ঘটনায় একজনের প্রাণ গেছে। তবে কোনো কর্মকর্তা ঘটনার ধরন বা হতাহতের সংখ্যা নিয়ে কিছুই বলেননি।  

মুখ্যমন্ত্রী বলেন, এসব ঘটনা পুলিশকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারবে না। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS