তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ১৩ সুদানি অভিবাসনপ্রত্যাশীর প্রাণ গেছে। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার তিউনিসিয়ার এক বিচারিক কর্মকর্তা বলেন, বুধবার নৌকাডুবির পর ২৭ জন নিঁখোজ রয়েছেন। নৌকাটি ভূমধ্যসাগরীয় বন্দর নগর স্ফাক্সের কাছাকাছি শহর জেবিনিয়ানা থেকে রওনা হয়েছিল।
নৌকাটিতে ৪২ জন লোক ছিল। তাদের প্রত্যেকেই সুদানের। দুইজনকে উদ্ধার করা হয়েছে বলে জানান তিউনিসিয়ার উপকূলীয় শহর মোনাস্তিরের আদালতের মুখপাত্র ফরিদ বেন ঝা। তিনি বলেন, তদন্ত চলছে।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, নৌকাটি ধাতব টুকরা দিয়ে তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছিল। এটি ভঙ্গুর ছিল।
নৌকায় থাকায় ৪২ জনের সবাই জাতিসংঘের শরণার্থী সংস্থার নিবন্ধিত আশ্রয়প্রার্থী ছিলেন। তারা যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে পালাচ্ছিলেন।
জাতিসংঘের সংস্থাগুলো বলছে, ১০ মাস ধরে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে সংঘাত শুরু হয়। এতে সুদানের অর্ধেক জনসংখ্যা- ২৫ মিলিয়নের মতো বাসিন্দার মানবিক সাহায্যের পাশাপাশি নিরাপত্তা প্রয়োজন। দেড় মিলিয়ন লোক সুদানের আশপাশের দেশগুলোতে পালিয়ে গেছেন।