আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার খাজা

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার খাজা

টেস্ট ক্রিকেটে নতুন জীবন পাওয়ার পর উড়ছেন উসমান খাজা। ২০২২ সালে দলে ফিরে সিডনিতে হাঁকান ব্যাক টু ব্যাক সেঞ্চুরি।এরপর থেকে আর পেছন ফিরে তাকাচ্ছেন না তিনি। গত বছর ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির বর্ষসেরার টেস্ট ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ওপেনার।

গত বছর ১৩ টেস্ট খেলে ৩ সেঞ্চুরি ও ৬ ফিফটিসহ ৫২.৬০ গড়ে এক হাজার ২১০ রান করেন খাজা। যার ফলে সতীর্থ ট্রাভিস হেড, ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ইংল্যান্ডের জো রুটকে পেছনে বর্ষসেরার পুরস্কার জেতেন তিনি।

২০২২-এর ফর্মের ধারাবাহিকতা ২০২৩-এও টেনে আনেন খাজা। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন ক্যারিয়ারসেরা অপরাজিত ১৯৫ রানের ইনিংস। এরপর ভারতের মাটিতে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। চার ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিসহ করেন ৩৩৩ রান।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজেও ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। পাঁচ ম্যাচে এক সেঞ্চুরি ও তিন ফিফটিসহ ৪৯৬ রান করেন বাঁহাতি এই ওপেনার। বছর শেষ করেন পাকিস্তানের বিপক্ষে তিনটি ৪০+ স্কোর দিয়ে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS